Post Thumbnail

একাত্তরে জামায়াতের ভূমিকা, ইতিহাস যে সাক্ষী দেয়


সাম্প্রতিক সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেয়া এক সাক্ষাৎকারে একাত্তরে মুক্তিযুদ্ধে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী এক পাকিস্তান চাইলেও একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। কিন্তু ইতিহাস বলে জামায়াতে ইসলামী আমিরের এই বক্তব্য সঠিক নয়। আসুন দেখে নিই রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ এর লেখা ‘জামায়াতে ইসলামী উত্থান বিপর্যয় পুনরুত্থান’ গ্রন্থটি কি সাক্ষ্য বহন করে। আজ থাকছে দ্বিতীয় পর্ব।

দৈনিক সংগ্রাম, ৯ জুলাই
জনগণ ভারতীয় অভিসন্ধি বুঝতে পেরেছে-আবদুল খালেক
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জনাব আবদুল খালেক যশোর ও খুলনা জেলা সফর শেষে ঢাকায় এসে এক বিবৃতিতে বলেন, ‘সশস্ত্র দুষ্কৃতকারী ও ডাকাতদের নির্মূল করার জন্য জনগণ এখন স্বেচ্ছায় রাজাকার ট্রেনিং নিচ্ছেন।’

দৈনিক সংগ্রাম, ১৩ জুলাই
জামায়াত কর্মী সমাবেশে মিয়া তোফায়েল মোহাম্মদ: ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম চালাতে হবে। 

পাকিস্তান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মিয়া তোফায়েল মোহাম্মদ গতকাল সোমবার ঢাকা শহর জামায়াতের এক কর্মী সমাবেশে বলেন, আল্লাহ পাকিস্তানকে দুশমনের চক্রান্ত থেকে রক্ষা করেছেন। চট্টগ্রামে মিয়া তোফায়েল বলেন, দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণ সেনাবাহিনীর সাথে পূর্ণ সহযোগিতা করে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন।

দৈনিক আজাদ, ১৬আগস্ট
ছাত্র-জনতার বুলন্দ আওয়াজ: পাকিস্তানের দুশমনদের উৎখাত করা হইবেই। 
২৪তম আজাদী বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত শনিবার সকাল ১০টায় ইসলামী ছাত্র সংঘের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে এক ছত্র সমাবেশে যেকোন মূল্যে, প্রয়োজন হইলে রক্তের বিনিময়ে পাকিস্তানকে রক্ষায় এক বজ্রকঠিন শপথ গ্রহণ করা হয়। 
ঢাকা শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি জনাব মো: শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাকিস্তানের পবিত্র জমিন হইতে ভারতের চর ও রাষ্ট্রবিরোধীদের সমূলে উৎখাত করার উদাত্ত আহ্বান জানানো হয়।

পূর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামী আমির অধ্যাপক গোলাম আযম বলেন, যদি পাকিস্তান না থাকে, তবে বাঙালি মুসলমানদের অস্তিত্ব থাকিবে না। যাহারা এই কথাটি বুঝিতে চায় না, পাকিস্তানের মাটি হইতে তাহাদের উৎখাত করিতে হইবে।

নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি জনাব মতিউর রহমান নিজামী বলেন, ‘রক্তের বিনিময়ে প্রমাণ করিয়া দিব যে, কোনো বিদেশি চর পাকিস্তানের মূল ভূখণ্ডে আঘাত হানিতে পারিবে না।’

দৈনিক পাকিস্তান, ২ সেপ্টেম্বর
করাচিতে গোলাম আযম: বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণার দাবি।
অধ্যাপক আযম পাকিস্তান রক্ষা ও মানুষের জীবনের নিরাপত্তার জন্য পাকিস্তান সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, কোনো ভালো মুসলমানই তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না। তিনি বলেন, পূর্ব পাকিস্তনের বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য একমনা ও দেশপ্রেমিক লোকের একত্রে কাজ করে যাচ্ছেন। রাজাকাররা খুবই ভালো কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক সংগ্রাম : ৯ অক্টোবর
শহিদ রাজাকারদের দাফন সম্পন্ন 
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে দুষ্কৃতকারীদের গুলিতে যে তিনজন রাজাকার শহিদ হন, গতকাল শুক্রবার বাদ-জুমা বায়তুল মুকাররমে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শহিদ রাজাকারদের নামাজে জানাজায় পূর্ব পাকিস্তান জামায়তে ইসলামীর প্রধান অধ্যাপক গোলাম আযমসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও শান্তি কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংগ্রাম, ১৫ অক্টোবর
জনগণের প্রতি গোলাম আযম: ভারতীয় হামলা মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। 
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আযম সম্ভব্য ভরতীয় হামলার মোকাবিলায় জনগণকে ভালোভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

জনাব গোলাম আযম জাতির উদ্দেশে প্রেসিডেন্টের ভাষণের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন যে, ভারত আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে সেনাবাহিনীর প্রস্তুতিই যথেষ্ট হবে না। কারণ গণপর্যায়ে এই যুদ্ধ হবে।

 

চলবে...(আগামীকাল থাকছে তৃতীয় পর্ব)


Comments

Leave a Comment


Related Articles